বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ 

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আকাশ সরকার গোলাপ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আকাশ সরকার গোলাপ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

উল্লেখ্য,সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪২ বছর। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

মরহুম আকাশ সরকার গোলাপ এর বাড়ি তাহেরপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লায়।হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

 

আকাশ সরকার গোলাপের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

এই বিভাগের আরো খবর